Skip to main content

বাংলাদেশ বধির মহিলা কল্যাণ সংস্থা

বাংলাদেশের ঢাকা জেলায় কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)

Skip Menu

স্বপ্ন (ভিশন)

এমন একটি একীভূত সমাজ যেখানে শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীরা সকল প্রকার বৈষম্য ও নিপীড়ণমুক্ত পরিবেশে, নিজেদের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী ভাষাগত বৈচিত্র্য ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিতে বিকশিত হবে এবং রাষ্ট্রের আর সকল নাগরিকের মত স্বাধীন, স্বাবলম্বী জীবনযাপন, সর্বস্তরে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে।


লক্ষ্য (মিশন)

শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীদের সংগঠিত করে শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বনর্ভির হয়ে ওঠা, বিয়ে ও পরিবার গঠন, ক্রীড়া, তথ্যপ্রাপ্তি ও প্রবেশগম্যতা, ন্যায়বিচারে আইনগত সেবা, সংস্কৃতি ও বিনোদনমূলক কর্মকান্ডসহ সকল বয়সের শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীর মৌলিক চাহিদা পূরণের লক্ষ্য দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন করা এবং অধিকার ও মর্যাদায় অ্যাডভোকেসি করা। প্রয়োজনে কারিগরি সহায়তা প্রদান করা।

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১০: বৈষম্য হ্রাস

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

অন্তর্ভূক্তিমূলক আন্দোলন

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ